শিক্ষা উপদেষ্টার বক্তব্য প্রত্যাখ্যান, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি
বিসমিল্লাহির রাহমানির রাহিম [ ﷽ ]
১:১৪ এম, শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ১ চৈত্র, ১৪৩১, ১৪ রমজান, ১৪৪৬
১:১৪ এম, শনিবার,
১৫ মার্চ, ২০২৫,
১ চৈত্র, ১৪৩১,
১৪ রমজান, ১৪৪৬
শিরোনাম:

শিক্ষা উপদেষ্টার বক্তব্য প্রত্যাখ্যান, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

টাইম টিভি ২৪ নিউজ ডেস্ক। আপডেটঃ ১:২৫ এম, সোমবার, ৩ ফেব্রুয়ারি ২০২৫ 29 বার পড়া হয়েছে

টাইম টিভি ২৪

শিক্ষা উপদেষ্টার বক্তব্য প্রত্যাখ্যান, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

তিতুমীর কলেজের শিক্ষার্থীদের দাবি অযৌক্তিক শিক্ষা উপদেষ্টার এই বক্তব্য প্রত্যাখ্যান করে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

রবিবার (২ ফেব্রুয়ারি) বিকালে এ তথ্য নিশ্চিত করেন তিতুমীর কলেজের আন্দোলনরত রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আব্দুল হামিদ। তিনি বলেন, ‘উপদেষ্টার আজকের বক্তব্য সম্পূর্ণ দ্বিচারিতা এবং আগের কথার সঙ্গে সাংঘর্ষিক। শিক্ষা উপদেষ্টার বক্তব্য প্রত্যাখ্যান করে সামনে আরও কঠোর আন্দোলন করা হবে।’

আব্দুল হামিদ আরও বলেন, ‘তিতুমীর বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে ঘোষণা আসবে আমরা সেই অপেক্ষায় বসে ছিলাম। আমাদের ভাইয়েরা মৃত্যু শয্যায় আছে। অনশনগত সবার অবস্থা খারাপ। এমন অবস্থাতেও উপদেষ্টা আমাদের সঙ্গে ঠাট্টা-তামাশা করছে। এর জবাব তাকে দিতে হবে।’

এদিকে, তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে আবারও হল থেকে বেরিয়ে এসেছেন নারী শিক্ষার্থীরা। হল থেকে বেরিয়ে আসা নাসরিন আক্তার নামে তিতুমীর কলেজের এক শিক্ষার্থী বলেন, ‘শিক্ষা উপদেষ্টা ৩৫ হাজার শিক্ষার্থীর সঙ্গে প্রতারণা করেছেন। এর উপযুক্ত জবাব আমরা দেবো। আমরা এর চেয়ে কঠিন আন্দোলন গড়ে তুলবো। তিতুমীর বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়া পর্যন্ত আমরা সড়ক ছাড়বো না।’

এর আগে পরিকল্পনা কমিশনে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘তিতুমীরসহ ৭ কলেজকে নিয়ে সরকার গঠিত কমিটি স্বতন্ত্র একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় কাজ করছে। সময় বেঁধে দিয়ে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণা করা যৌক্তিক না।’

তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের দাবির মুখে অযৌক্তিকভাবে একটা বিশ্ববিদ্যালয় করে দেবো, আর সেটার ভার পরবর্তী সরকারকে বহন করতে হবে। এমন সিদ্ধান্ত নিতে পারবো না।’

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতির দাবিতে টানা পঞ্চম দিনের মতো অনশন করছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। আজ রবিবার সন্ধ্যায় শিক্ষার্থীদের অবরোধে মহাখালী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

গত কয়েকদিন ধরেই স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে সড়কে রয়েছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। তাদের সড়ক অবরোধের কারণে কয়েকদিন ধরেই ব্যাপক ভোগান্তি হচ্ছে। রোববারও সকালেও মহাখালীতে কলেজটির ক্যাম্পাসের সামনের সড়ক বাঁশ দিয়ে অবরোধ করে শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলছে, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

তইমে টিভি ২৪/শিক্ষা ও শিক্ষাঙ্গন

মন্তব্য করুন

আপলোডকারীর তথ্য

tttv-admin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম: