শেরে এ বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় আন্তঃ হল ইনডোর গেমস
বিসমিল্লাহির রাহমানির রাহিম [ ﷽ ]
১০:৩০ পিএম, শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ১ চৈত্র, ১৪৩১, ১৩ রমজান, ১৪৪৬
১০:৩০ পিএম, শুক্রবার,
১৪ মার্চ, ২০২৫,
১ চৈত্র, ১৪৩১,
১৩ রমজান, ১৪৪৬
শিরোনাম:

শেরে এ বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় আন্তঃ হল ইনডোর গেমস

টাইম টিভি ২৪ নিউজ ডেস্ক।। আপডেটঃ ১২:১৭ এম, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫ 12 বার পড়া হয়েছে

টাইম টিভি ২৪ ডটকম ছবি

শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় আন্থঃ হল ব্যাডমিন্টন টেবিল টেনিস দাবা খেলা শেষ হয়েছে। ছাত্রদের চারটি হল মেয়েদের তিনটি হলের থেকে বাছাই করে কেন্দ্রীয় ভাবে আয়োজন করা হয় ইনডোর গেমস। ছাত্র-ছাত্রীদের মধ্যে দেখা যায় বিপুল উৎসব উদ্দিপনা। কেন্দ্রীয়ভাবে আয়োজন করেন শরীর চচর্চা ও শিক্ষা বিভাগ। ৮০ জন ছাত্রছাত্রী কেন্দ্রীয় খেলায় অংশগ্রহণ করে। প্রতিটি হলের ছাত্র-ছাত্রীদের মধ্যে থেকে বাছাইকৃত খেলোয়াড়রা এই খেলায় অংশগ্রহণ করে। প্রতিক্রি হলের বাছাইকৃত প্রথম দ্বিতীয় তৃতীয় ছাত্র-ছাত্রীগণ
খেলায় সুযোগ পায়। পদক প্রাপ্ত ক্রীড়াবিদগণ হলেন ছাত্রদের মধ্যে ব্যাডমিন্টনে এককে চ্যাম্পিয়ন হন ছাত্রদের মধ্যে ব্যাডমিন্টনের এককে চ্যাম্পিয়ন হন শক্তি দেব ভট্টাচার্য অয়ন রানার আপন এস এম আল সাবাহ সেতু। ছাত্রদের দ্বৈত চ্যাম্পিয়ন মুজতবা হোসেন আতিক ও সরকার মাহাদি
রানার্সআপ হন মহিউদ্দিন সাইফ ও তমজীদ আল সাইফ। ব্যাডমিন্টন ছাত্রীদের মধ্যে এককে চ্যাম্পিয়ন হন নাদিয়া ইসলাম রানার আপ অঞ্জনা ইসলাম । ছাত্রীদের দ্বৈত খেলায় চ্যাম্পিয়ন হন নাদিয়া ইসলাম ও বৃষ্টি মন্ডল রানার আপ হন অঞ্জনা ইসলাম ও সাদিয়া রিসাত তন্নি । ছাত্রদের মধ্যে চ্যাম্পিয়ন হন টেবিল টেনিস মোহাম্মদ রাফিউল ইসলাম রাফি রানার আপআবুল খায়ের রাফি। দ্বৈত খেলায় চ্যাম্পিয়ন ও মোহাম্মদ রাফিউল ইসলাম ও মিকাইল হোসেন পারভেজ রানার আপন এস সাহারুল ইসলাম হো মোহাম্মদ সুজন আলী ছাত্রীদের টেবিল টেনিস এককে চ্যাম্পিয়ন হন নিতা খাতকা রানার আপ হন নাদিয়া ইসলাম দ্বৈত খেলায় চ্যাম্পিয়ন হন নিতা খাতকা ও ঋতু চেলসি রানার আপ হন নাদিয়া ইসলাম ও শান্তা ইসলাম।
ছাত্রদের দাবায় চ্যাম্পিয়ন হন আহমেদ ইশতিয়াক নিরব রানারা আপ অপূর্ব ঘোষ ছাত্রীদের মধ্যে দাবায় চ্যাম্পিয়ন হন মমতাহিনা সাফাত রানার আপ নুসরাত জাহান নদী। তিন দিনব্যাপী এই খেলায় চূড়ান্ত বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ভিসি প্রফেসর মোঃ আব্দুল লতিফ ও ট্রেজারার প্রফেসর মহম্মদ আবুল বাশার আরো উপস্থিত ছিলেন শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক প্রফেসর মোহাম্মদ নুর উদ্দিন মিয়া মোহাম্মদ নুরুদ্দিন মিয়া। চূড়ান্ত পর্বে উত্তীর্ণ সকল ছাত্র-ছাত্রীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়

টাইম টিভি ২৪ ডটকম /খেলাধুলা

মন্তব্য করুন

আপলোডকারীর তথ্য

tttv-admin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম: