টহলরত পুলিশ সদস্যকে তুলে নিয়ে গেল ডাকাত দল
বিসমিল্লাহির রাহমানির রাহিম [ ﷽ ]
৫:১৯ এম, বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ৬ চৈত্র, ১৪৩১, ১৯ রমজান, ১৪৪৬
৫:১৯ এম, বৃহস্পতিবার,
২০ মার্চ, ২০২৫,
৬ চৈত্র, ১৪৩১,
১৯ রমজান, ১৪৪৬
শিরোনাম:

টহলরত পুলিশ সদস্যকে তুলে নিয়ে গেল ডাকাত দল

টাইম টিভি ২৪ নিউজ ডেস্ক।। আপডেটঃ ১২:০৫ এম, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫ 11 বার পড়া হয়েছে

টাইম টিভি ২৪ ডটকম ফটো

সুনামগঞ্জের দিরাইয়ে টহলরত পুলিশের এক সদস্যকে ডাকাত দল ট্রাকে করে তুলে নেয়ার ঘটনা ঘটে। পরে টহলে থাকা অন্য পুলিশ সদস্যদের নজরে এলে ওই ট্রাকটিকে ধাওয়া করে তাঁকে উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার (১৮ মার্চ) মধ‌্যরাতের এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ডাকাত দলের দুই সদস্যকে।

শান্তিগঞ্জ থানা পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার মধ‌্যরাতে দিরাই উপজেলা থেকে দ্রুত গতিতে একদল ডাকাত একটি ট্রাকে সুনামগঞ্জের দিকে যাচ্ছিল। পথে দিরাইয়ের শরীফপুর এলাকার চেকপোস্টে ট্রাকটিতে তল্লাশি চালান এক পুলিশ সদস্য। তখন ওই পুলিশ সদস্যকে ট্রাকে তুলে অপহরণ করে নিয়ে যায় ডাকাত দলটি।

বিষয়টি সেখানে থাকা অন্য পুলিশ সদস্যদের নজরে এলে ট্রাকটিকে তাঁরা ধাওয়া করেন। একপর্যায়ে ট্রাকটি সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এসে নিয়ন্ত্রণ হারিয়ে সিলেট থেকে আসা একটি প্রাইভেট কারকে ধাক্কা দেয়। সাথে সাথে প্রাইভেট কারটি পাশের পুকুরে পড়ে যায়।

এ ঘটনায় প্রাইভেট কারে থাকা দুই যাত্রী আহত হন। পরে স্থানীয় বাসিন্দারা ডাকাতদের গণধোলাই দেন। গণধোলাইয়ে ডাকাত দলের দুই সদস্য আহত হন। তাদের সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। উদ্ধার করা হয় অপহৃত পুলিশ সদস্যকে।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী বলেন, ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। চেকপোস্ট থেকে তুলে আনা পুলিশ সদস্যকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।

টাইম টিভি ২৪ ডটকম/সারাদেশ

মন্তব্য করুন

আপলোডকারীর তথ্য

tttv-admin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম: