ইটিভি ভাংচুরে জামায়াত নেতার হুমকি, থানায় জিডি
বিসমিল্লাহির রাহমানির রাহিম [ ﷽ ]
১২:৩২ এম, শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ১ চৈত্র, ১৪৩১, ১৪ রমজান, ১৪৪৬
১২:৩২ এম, শনিবার,
১৫ মার্চ, ২০২৫,
১ চৈত্র, ১৪৩১,
১৪ রমজান, ১৪৪৬
শিরোনাম:

ইটিভি ভাংচুরে জামায়াত নেতার হুমকি, থানায় জিডি

টাইম টিভি ২৪ নিউজ ডেস্ক।। আপডেটঃ ১২:০৩ এম, সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫ 15 বার পড়া হয়েছে

টাইম টিভি ২৪ ডটকম ফটো

বেসরকারি টেলিভিশন একুশে টিভি ভাংচুরের হুমকি দিয়েছেন জামায়াত নেতা সাইফুল ইসলাম মিঠু। এর আগে ইটিভির সাংবাদিকের সঙ্গে বিতন্ডায় জড়িয়ে ছিলেন তিনি। ভাংচুরের হুমকির ঘটনায় শুক্রবার (২১ ফেব্রুয়ারি) থানায় জিডি করেছে ইটিভি কর্তৃপক্ষ। তাতে উল্লেখ করা হয়েছে, একুশে টেলিভিশন এবং এর কর্মীরা নিরাপত্তাহীনতায় ভোগছেন। পুলিশের কাছে চাওয়া হয়েছে নিরাপত্তা।

তেজগাঁও থানায় দায়েরকরা জিডিতে ইটিভির নিরাপত্তা সুপারভাইজার আল আমিন অভিযোগ করেন, আজ শুক্রবার সকাল ১০টায় রাজধানীর মান্ডা গ্রীণ মডেল টাউন অডিটরিয়ামে জামায়াতে ইসলামীর পূর্বনির্ধারিত অনুষ্ঠান ছিল। ওই অনুষ্ঠান কাভার করতে যান ইটিভির ক্যামেরাপার্সন মোহাম্মদ রুমি হাসান তালুকদার। সেখানে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর প্রচার সহকারী সাইফুল ইসলাম মিঠুর সঙ্গে কথা কাটাকাটি হয়।

এরপর ইটভির কয়েকজন সাংবাদিকের কাছে হোয়াট্স অ্যাপ নম্বরে (০১৯৭৮২২২৬৪৬) মেসেজ পাঠান মিঠু। তাতে তিনি একটি ছবি সংযুক্ত করে লেখেন, ‘চাকরিচ্যুত করতে হবে এ ক্যামেরাম্যানকে, না হলে একুশে টেলিভিশন ভাংচুর হবে’।

এ হুমকির ঘটনায় একুশে টেলিভিশন এবং এর কর্মীরা নিরাপত্তাহীনতায় আছেন। ইটিভির নিরাপত্তা ব্যবস্থাসহ হুমকিদাতা জামায়াত নেতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে পুলিশকে। এ প্রসঙ্গে জানতে সাইফুল ইসলাম মিঠুর উল্লিখিত নম্বরে ফোন করা হলে তা বন্ধ পাওয়া যায়।

টাইম টিভি ২৪ ডটকম/রাজধানী

মন্তব্য করুন

আপলোডকারীর তথ্য

tttv-admin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম: